সংবিধান সংশোধন

  1. সংবিধান সংশোধনী বিল পাস হয় – সংসদের উভয় কক্ষে।
  2. 42 নম্বর সংবিধান সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় ‘সমাজ তান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ’ কথা দুটি যুক্ত হয়েছে।
  3. 44 তম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে।
  4. ভারতীয় সংবিধানে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে – 52 তম সংবিধান সংশোধনীতে।